খেলাধুলা

টাইগারদের সতর্ক সূচনা

প্রথম ম্যাচে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত বড় হারে সিরিজ থেকে ছিটকে পড়ে তারা। তাই তৃতীয় ওয়ানডেতে জয় তুলে হোয়াইট ওয়াশ এড়াতে চায় টাইগররা। তাই ব্যটিংয়ে নেমে সাবধানে শুরু করেছে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে। ১৭ রান নিয়ে ব্যাটিং করছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। তার সঙ্গী ইমরুল কায়েস আছেন ১৬ রানে।এর আগে নেলসনের সেক্সটন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনজুরির কারণে দীর্ঘদিন পর মাঠে ফেরার পর দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন মোস্তাফিজুর রহমান। তবে মান রক্ষার এ ম্যাচে ফিরেছেন কাটার মাস্টার। তার সঙ্গে পেস থাকছেন অধিনায়ক মাশরাফি ও তাসকিন আহেমদ। আর সাকিব আল হাসানের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তানবির হায়দারের উপরই আস্থা রেখেছেন কোচ-অধিনায়ক।এআরবি/আরটি/এএইচ

Advertisement