খেলাধুলা

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-ভারত

বাংলাদেশ ও ভারত দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তানকে হারিয়ে। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে এ দুই দেশের লড়াই এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সে লক্ষ্যেই শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের শিলিগুড়ির কাঞ্চজঙ্ঘা স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবল মানেই ভারতের প্রাধান্য। সাফ চ্যাম্পিয়নশিপেও টানা ৩বার শিরোপা জিতেছে তারা। এ দলটিকে কি হারাতে পারবে বাংলাদেশ? এর আগে যে নজির নেই বাংলাদেশের তা করতে গিয়ে সেমিফাইনালের আগেই সব শক্তি প্রয়োগের চেয়ে রক্ষন কৌশলই হয়তো নেবে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলে এমন আভাসই মিলেছে।তবে বাংলাদেশ এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই হারতে নারাজ। লাল সবুজ জার্সিধারীদের লক্ষ্য থাকে অন্তত না হারা। তাতে এক ঠিলে দুই পাখি মারা হবে বাংলাদেশের-প্রথমবারের মতো ভারতের কাছে না হারা এবং একই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপ পর্বে ভারত ৫-১ গোলে হারিয়েছে আফগানিস্তানকে। ওই দলটির বিপক্ষে বাংলাদেশের জয় ৬-০ গোলে। গোলগড়ে এগিয়ে থাকা বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হতে প্রয়োজন ড্র। তাহলেই সেমিফাইনালে নেপালকে এড়াতে পারবে সাবিনারা।‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে তারা ১-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে পূর্ন ৯ পয়েন্ট নিয়েই সেমিফাইনালে তারা। গ্রুপ রানার্সআপ হয়েছে মালদ্বীপ। তারা শেষ ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে অপেক্ষাকৃত দূর্বল মালদ্বীপকে পাবে। না হলে প্রতিপক্ষ হবে নেপাল। সেটা হলে সেমিফাইনালেই শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের সাফ।আরআই/আইএইচএস

Advertisement