পুল `বি` তে নিজেদের শেষ ম্যাচে অকল্যান্ডে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৬৪ রান। টেইলর ৩১ আর উইলিয়ামস ১১ রান নিয়ে ব্যাট করছে।এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভারত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় এবং জিম্বাবুয়ে আসর থেকে বিদায় নেয়ায়, ম্যাচটি পরিণত হয়েছে অনেকটা নিয়ম রক্ষার।তবে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কোনোভাবেই জিম্বাবুয়েকে ছাড় দিতে রাজি নয় টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত দু`দলের ৫৬ বারের মোকাবেলায় ৪৪ বারই জিতেছে ভারত। বিপরীতে ১০ বার হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। বিশ্বকাপের মঞ্চে লড়াইটা যেন আরও একপেশে। ৮বার জিম্ববুয়ের সাথে মুখোমুখি লড়াইয়ে ১টি হারের বিপরীতে ৭ বার জয় পেয়েছে তারা।অন্যদিকে, আসর থেকে বিদায় নিশ্চিত হলেও একটি অঘটনের জন্ম দিয়ে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিতে চায় জিম্বাবুয়ে। মাংস পেশীর ইনজুরির কারণে এ ম্যাচেও তারা দলে পাচ্ছে না অলরাউন্ডার এলটন চিগুম্বুরাকে। জিম্বাবুয়ে একাদশ: চামু চিভাবা, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, সলোমন মিরে, রেগিস চাকাভা, তিনাসে পানিয়াঙ্গারা, তাওয়ান্দা মুপারিয়া, তেন্দাই চাতারা।ভারত একাদশ: শিখর ধাওয়ান. রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, এমএস ধোনি. রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন। মোহিত শর্মা, মোহাম্মদ শামি, উমেষ যাদব।এমআর/এমএস
Advertisement