খেলাধুলা

আবাহনী অপরাজিত চ্যাম্পিয়ন

পঞ্চমবারের মতো আবাহনী প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছিল এক ম্যাচ হাতে রেখেই। রহমতগঞ্জের বিপক্ষে শেষ ম্যাচটি তাদের ছিল শুধু অপরাজিত থাকার চ্যালেঞ্জ। শেষটাও জয়ে রাঙালো আকাশি-হলুদরা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উদযাপন করলো কোটানের শিষ্যরা। ২২ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৫২। তারা জিতেছে ১৫ ম্যাচ, ৭টি ড্র। প্রথমার্ধে আবাহনী ০-১ গোলে পিছিয়েছিল।বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনী এখন নিজেদেরই ছাড়িয়ে যাচ্ছে। এর আগে সবচেয়ে বেশি শিরোপা জয়ের (৪টি) রেকর্ড ছিল তাদেরই। এবার সে রেকর্ড আরও সমৃদ্ধ করলো পঞ্চম শিরোপা জিতে। পাশাপাশি পেশাদার লিগে প্রথম দল হিসেবে আবাহনী হলো অপরাজিত চ্যাম্পিয়ন।এবারের লিগের শুরুর দিকের চমক রহমতগঞ্জ নিজেদের শেষ ম্যাচে আবাহনীকে শঙ্কায় ফেলেছিল প্রথমে এগিয়ে গিয়ে। তাহলে কি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া হবে না? এমন শঙ্কা ঘিরে ধরেছিল আকাশি-হলুদ শিবিরকে। শেষ পর্যন্ত শঙ্কা আর থাকেনি। দ্বিতীয়ার্ধে ৩ গোল করে সহজেই ম্যাচ জিতে লিগ শেষ করে চ্যাম্পিয়নরা।২১ মিনিটে আলাউদ্দিনের ক্রসে জুনাপিওর হেডে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৪৮ মিনিটে আবাহনী সমতায় ফেরে জীবনের গোলে। মাঝ মাঠ থেকে তপু বর্মনের ফ্রিকিক জোনাথনের ব্যাক হেড ড্রপ খেয়ে জীবনের সামনে গেলে তিনি ভলিতে কাঁপিয়ে দেন রহমতগঞ্জের জাল। ৬০ মিনিটে জীবন এগিয়ে দেন আবাহনীকে। জোনাথনের তুলে দেয়া বলে হেডে গোল করেন তিনি। প্রথম দুই গোলের জোগানদাতা জোনাথন করেন দলের দলের শেষ গোল। ইনজুরি সময়ে জীবনের পাস থেকে গোল করেন তিনি।এ হারে রহমতগঞ্জ ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আপাতত ষষ্ঠস্থানে আছে। আরামবাগ নিজেদের শেষ ম্যাচ জিতলে রহমতগঞ্জকে নেমে যেতে হবে সপ্তম স্থানে।আরআই/এনইউ/এমএস

Advertisement