খেলাধুলা

নিজেকে মুশফিকের বিকল্প ভাবছেন না সোহান

বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। তার ব্যাটে ভর করে টাইগাররা পেয়েছেন বেশ কিছু জয়। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরিটাও করেছেন মুশফিকুর রহীম। দলের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তো তাকে ‘রান মেশিন’-ই খেতাব দিয়েছেন। এ তো গেল ‘ব্যাটসম্যান’ মুশফিকের কথা।উইকেটের পেছনেও বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার তিনি। এই বিভাগেও রয়েছে বেশ কিছু কীর্তি। যা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। টিম বাংলাদেশের অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। তার নেতৃত্বেই টেস্ট ফরম্যাটে ইংল্যান্ডকে প্রথমবারের মতো পরাজিত করেছেন টাইগাররা।ইনজুরির কারণে আপাতত দলের বাইরে রয়েছেন মুশফিক। দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেননি। শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফেরার সম্ভাবনা রয়েছে টেস্ট সিরিজে। মুশফিক নিজেও অবশ্য সে কথাই জানিয়েছেন।এদিকে মুশফিকের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ব্যাট হাতে ৩১ বলে একটি করে চার ও ছক্কায় ২৪ রান করেছেন তিনি। তবে দলকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত সাফল্য। ম্যাচটিতে বাংলাদেশ হেরে গেছে ৬৭ রানে।শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আপাতত মুশফিকের পরিবর্তে খেলবেনে সোহান। তবে নিজেকে কখনো মুশফিকের বিকল্প ভাবছেন না ২৩ বছর বয়সী। জাগো নিউজকে নুরুল হাসান সোহান বলেন, ‘মুশফিক ভাইর বিকল্প হওয়ার মতো যোগ্যতা আামার নেই। মেধা প্রজ্ঞা এবং অভিজ্ঞতায় তিনি আমার চেয়ে অনেক এগিয়ে এবং আমার চেয়ে অনেক বড়; কিন্তু কিছু করার নেই। ইনজুরির ওপর কারও তো হাতও নেই। এখন তার বিকল্প হিসেবে আমাকে মাঠে নামতে হচ্ছে।’সোহান আরো যোগ করেন, ‘আমি আমার সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবো। কিপিংয়ে এবং ব্যাটিংয়ে মুশফিক ভাইয়ের মতো না হলেও, যতটা সম্ভব দলকে সাহায্য করবো। ব্যাটিং অর্ডারে আমার নিজস্ব কোনো পছন্দ নেই। দল যেখানে চাইবে আমি সেখানে নামবো।’এনইউ/এমএস

Advertisement