আন্তর্জাতিক

কঙ্গোতে বৃষ্টি-বন্যায় ৫০ জনের মৃত্যু

কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রাদেশিক গভর্নর এ তথ্য জানিয়েছেন। ভারি বৃষ্টিপাতের কারণে বোমা শহরের কাছে কালামু নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কঙ্গোর কেন্দ্রীয় প্রদেশের গভর্নর জ্যাকুয়েস বাদু এএফপিকে জানিয়েছেন, সোমবার এবং মঙ্গলবারের টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। বাদু আরো জানিয়েছেন, এখন পর্যন্ত ৩১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বন্যার কারণে কমপক্ষে ৫শ’ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোমা শহরটি। এটি রাজধানী কিনসাসা থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কঙ্গো নদীর একেবারেই সম্মুখে অবস্থিত। ওই এলাকায় দেড় থেকে দুই লাখ মানুষ বসবাস করে। স্থানীয় এক সরকারি কর্মচারী জানিয়েছেন, বন্যার পানিতে তার দুই সন্তান ভেসে গেছে। তাদের মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি। টিটিএন/এমএস

Advertisement