খেলাধুলা

দশ হাজারতম এলবিডব্লিউও দেখল টেস্ট ক্রিকেট

টেস্ট ক্রিকেটে দারুণ এক রেকর্ডের সাক্ষী হয়ে থাকলো দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচটি। ১৩৯ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে দশ হাজারতম এলবিডব্লিউর ঘটনা দেখল টেস্ট ক্রিকেট।দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ম্যাচের তৃতীয় দিন অনাকাঙ্খিত গৌরবময় এই রেকর্ডের সঙ্গে জড়িয়ে গেল হাশিম আমলার নাম। লঙ্কান পেসার নুয়ান প্রদীপের বলেই যে টেস্ট ক্রিকেটের দশ হাজারতম এলবিডব্লিউ হয়েছেন তিনি!টেস্টে সবচেয়ে বেশিবার এলবিডব্লিউ আউট করেছেন ভারতের অনিল কুম্বলে। সাবেক ভারতীয় স্পিনারের ৬১৯ উইকেটের মধ্যে এলবিডব্লিউর ঘটনা ছিল ১৫৬টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫০টি টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরনের। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার এলবিডব্লিউ হয়েছেন শচিন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তি ২৯৬ বার আউট হয়েছে টেস্টে। এর মধ্যে এলবিডব্লিউ হয়েছেন ৬৩ বার। টেস্ট ক্রিকেটে একবারও এলবিডব্লিউ হননি এমন ক্রিকেটার আছেন মাত্র একজন। অস্ট্রেলিয়ার জো ডার্লিংয়ের ৩৪ টেস্টের ৫৮ বারের আউটে কোনো নেই কোনো এলবিডব্লিউর ঘটনা। ৮৯ ইনিংস খেলে  মাত্র একবার এলবিডব্লিউ হয়েছেন আরেক অস্ট্রেলিয়ান ক্লেম হিল। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে এলবিডব্লিউ আউট হওয়ার সংখ্যা সবচেয়ে কম বাংলাদেশের তামিম ইকবালের। ৮৩ ডিসমিসালে তামিম এলবিডব্লিউ হয়েছেন মাত্র তিনবার। যে মাঠে এলবিডব্লিউের সংখ্যা সবচেয়ে বেশি, সেটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবচেয়ে বেশি ৮১টি এলবিডব্লিউ হয়েছে সেই মাঠে। তারপর দ্বিতীয়তে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জহুর আহাম্মেদ চৌধুরী স্টেডিয়াম।আইএইচএস/পিআর

Advertisement