সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, যেভাবে নদী ও খাল খেয়ে ফেলা হচ্ছে তা দেখে সাধারণ মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। সাধারণ মানুষ এখন নদী ফিরে পেতে চায়। শুক্রবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০১৫ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে তিনি এ কথা বলেন। বাংলদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাব না থাকা সত্তে¡ও দখলবাজরা কীভাবে নদী খেয়ে ফেলছে দেশের মানুষ তা জানতে চায়। সংবাদ সম্মেলনে রাশেদা কে চৌধুরী ছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক ও যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা বেনু বক্তব্য রাখেন। লিখিত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক শরীফ জামিল।এএইচ/পিআর
Advertisement