আগামী বছর (২০১৭ সাল) দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ওই সিরিজের প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবেন টাইগাররা। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকায় আতিথ্য পাবেন টাইগাররা। আগামী বছরে ঘরের মাঠে বেশি সিরিজ খেলতে চায় দক্ষিণ আফ্রিকা।বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সূচি এক নজরে :সেপ্টেম্বর ২১-২৩: তিনদিনের প্রস্তুতি ম্যাচসেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুমঅক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লোয়েমফন্টেইনঅক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচঅক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বারলিঅক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্লঅক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডনঅক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লোয়েমফন্টেইনঅক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম এনইউ
Advertisement