সিরিজটা আর বাংলাদেশের হাতে নেই, চলে গেছে নিউজিল্যান্ডের কাছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা। এখন তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটা জিততে চান মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক ওয়ানডে সিরিজটা শেষ করতে চান সান্ত্বনার জয় দিয়েই। বলেন, ‘এই ধরনের কন্ডিশনে খেলাটা আমাদের জন্য কঠিনই বটে। তবে নিজেদের সুযোগ তৈরি করে নিতে হবে। ভুলগুলো নিতে হবে শুধরে। ইতিবাচক মানসিকতা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। ছেলেরা এখানে অনেক দিন পর খেলতে এসেছে। আমরা শেষ ম্যাচটটা জিততে চাই। এটাই হবে আমাদের জন্য বড় অর্জন!’দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো। ২৫২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জেতাটা কঠিন করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের ভুলের কারণে। এভাবে হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না মাশরাফি!বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির ভাষায়, ‘এই অবস্থায় থেকে ম্যাচটি এভাবে হেরে যাওয়াটা বড় হতাশারই। বিরতিতে জয়ের ব্যাপারে ছেলেরা আত্মবিশ্বাসী ছিল। এভাবে হেরে যাওয়ায় দলের সবাই ‘নিজেদের ওপর’ বিরক্ত।’এনইউ/পিআর
Advertisement