গুলশানের তার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রায় পৌনে ১ ঘণ্টা বিলম্বে তা শুরু হয়। বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া তার রাজনৈতিক কার্যালয়ে চলমান আন্দোলন সম্পর্কে বক্তব্য রাখছেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও নেত্কর্মীরা উপস্থিত রয়েছেন।দীর্ঘ ৫২ দিন পর সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হলেন নিজ কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সর্বশেষ গত ১৯ জানুয়ারি সর্বশেষ তিনি সংবাদ সম্মেলন করেছেন।আরএস
Advertisement