জাতীয়

৭ দিনে ঢাকার সড়ক ঠিক করার চ্যালেঞ্জ

দায়িত্ব দেওয়া হলে সাত দিনের মধ্যে ঢাকাসহ সব মহানগরের সড়কগুলো ঠিক করে ফেলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে পিপিআরসি-ব্র্যাক আয়োজিত ‘বাংলাদেশের সড়ক নিরাপত্তা : বাধা ও বাস্তবতার প্রেক্ষাপট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকার অনেক সড়কের অবস্থাই ভালো না। অনেক মহানগরেরও একই রকম অবস্থা। কিন্তু এগুলো আমার মন্ত্রণালয়ের আওতায় পড়ে না। যদি আমাকে ঢাকাসহ মহানগরগুলোর সড়কের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সাত দিনের মধ্যে সব ঠিক করে ফেলব।মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধ, সড়কের উন্নয়নসহ যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সবকিছু আমি করতে চাই। কিন্তু সবকিছু করতে পারি না। এর পেছনে কিছু কারণও আছে। রাজনীতি, ভোটের রাজনীতি এসব কারণে বাধা পাই। তবে আমার আন্তরিকতার কোনো অভাব নেই।গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।গবেষণা প্রতিবেদনে বলা হয়, গাড়ির বিপরীতে মৃত্যুহার অনেক হ্রাস  পেয়েছে। ২০০০ সালে প্রতি ১০ হাজার গাড়িতে গড়ে ৭৫টি সড়ক দুর্ঘটনা ঘটত। এই সংখ্যা কমে ২০১১ সালে ২০টিতে নেমে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়,  গাড়িচালকদের শতকরা ২০ ভাগ পরীক্ষা না দিয়ে গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছেন।

Advertisement