জাতীয়

২০১৮ সালের মধ্যে দেশে দারিদ্র দূর হবে : অর্থমন্ত্রী

২০১৮ সালের মধ্যে বাংলাদেশে দারিদ্র থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে দু`দিনব্যাপী রোটারি ইন্টারন্যাশনালের জেলা সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।অর্থমন্ত্রী বলেন, আমি নিশ্চিত ২০১৮ সালের মধ্যে দেশ থেকে দারিদ্র দূর হয়ে যাবে। এটি দেশ এবং জাতির জন্য লজ্জার আর আমরা তা দূর করতে বদ্ধপরিকর। আমি আশাকরি ২০১৮ সালে মোট জনগোষ্ঠীর ১১ থেকে ১২ শতাংশ দারিদ্রসীমার নিচে থাকবে। যেটা খুব বড় কোন সমস্যা নয়।মুহিত আরো বলেন, যে কোন দেশেই শারীরিক ভাবে অক্ষম, বিধবা, প্রতিবন্ধীসহ মোট জনসংখ্যার ১১ থেকে ১৪ ভাগ লোক সব সময়ই দারিদ্রসীমার নিচে অবস্থান করে এবং রাষ্ট্রই তাদের দায়িত্ব নেয়।তিনি বলেন, বর্তমানে মোট জনসংখ্যার ২৪ ভাগ দারিদ্রসীমার নিচে বসবাস করলেও আগামী কয়েক বছরের মধ্যে এর হার আরো কমে আসবে। সরকারের নেয়া বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমের ফলে ২০১৮ সালের মধ্যেই দেশ থেকে দরিদ্রতা দূর করা সম্ভব হবে।আরএস/পিআর

Advertisement