জাতীয়

নির্বিঘ্নে দশম দিনের পরীক্ষা দিলো এসএসসি শিক্ষার্থীরা

দেশব্যাপী এসএসসি-সমমানের দশম দিনের পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে স্থগিত হওয়া ১২ ফেব্রুয়ারির পরীক্ষাটি শুক্রবার সকাল ৯টায় শুরু হয়।বেলা ১২টা পর্যন্ত এসএসসির ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/খ্রীষ্ট ধর্ম শিক্ষা, দাখিলের ফিকহ ও উসুলুল ফিকহ, কারিগরির পদার্থ বিজ্ঞান-২ (১৯২৫, সৃজনশীল) ও পদার্থ বিজ্ঞান-২ (৮১২৫, সৃজনশীল/সাধারণ) এবং দাখিল ভোকেশনালের পদার্থ বিজ্ঞান-২ (১৭২৫, সৃজনশীল) ও পদার্থ বিজ্ঞান-২ (৮৫২৫) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা চলাকালে শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি পরীক্ষার স্বার্থে হরতাল প্রত্যাহারের জন্য ২০ দলীয় জোটের প্রতি ফের আহ্বান জানান।এদিকে এসএসসি ও সমমানের গত ১ মার্চ রবিবারের স্থগিত পরীক্ষা আগামী ১৪ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চলমান এসএসসি পরীক্ষার প্রতিটি পরীক্ষাই ২০ দলীয় জোটের হরতালের কারণে পরিবর্তিত সময়ে অনুষ্ঠিত হয়েছে। এজন্য শনিবার সব জেলা-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন করা হবে। এসএইচএ/এমএস

Advertisement