প্রাণঘাতী এবোলা ভাইরাস রুখতে চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় বিশেষ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত চেকপোস্টে মেডিকেল টিম বসিয়ে ভারত থেকে আসা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের পরীক্ষাসহ সচেতন করা হচ্ছে।দর্শনা সীমান্ত চেকপোস্টে কর্তব্যরত চিকিৎসক ডা. একরামুল হক জানান, সীমান্ত এলাকায় কর্মরত বিজিবি, পুলিশ ও কুলি সদস্যদের পরীক্ষা করা হয়েছে। এখন সীমান্ত পাড়ি দিয়ে আসা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের পরীক্ষা করা হচ্ছে। একই সাথে এবোলা ভাইরাসের ভয়াবহতার বিষয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে। তবে বুধবার পর্যন্ত ইবোলা ভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।
Advertisement