দেশজুড়ে

বরিশালে আদালত চত্বরে আগুন : পুড়ে গেছে নথিপত্র

বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বিচারকের খাস কামড়া, দ্বিতীয় আমলী আদালত এবং বাবুগঞ্জ সহকারী জজ আদালতের সেরেস্তায় (নথিখানা) অগ্নিকান্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হকের নির্দেশে শক্রবার দুপুরে পাঁচ বিচারককে সদস্য করে ওই কমিটি গঠন করা হয়। বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক জানান, বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে কমিটির প্রধান করা হয়েছে।  কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, একজন যুগ্ন জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজ। বিষয়টি তদন্ত করে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।এদিকে, বৃহস্পতিবার রাতের আগুনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস, কম্পিউটার এবং আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুন বাছার। পুড়ে গেছে প্রায় সাড়ে ৩ হাজার মামলার নথি।পুড়ে যাওয়া মামলার নথিগুলোর অনুলিপি সংশ্লিষ্ট পুলিশের কাছে রয়েছে এবং সেখান থেকে এগুলোর নথি সংগ্রহ করা হবে বলে তিনি জানান। শুক্রবার সকালে আদালতের উর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করেন। তাদের হিসেবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রায় দেড় হাজার এবং বাবুগঞ্জ সহকারী জজ আদালতের ২ হাজার নথি পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্থ সবগুলো কক্ষ সকালে ধোয়া মোছা করা হয়। পুড়ে কয়লা হয়ে যাওয়া ফার্নিচারের অবশিষ্টাংশ বাইরে নামানো হয় এবং ক্ষতিগ্রস্থ নথিগুলো রোদে শুকানো হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আজাদ রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় বিএনপি-জামায়াতের আইনজীবী এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আসামী করা হয়েছে। তবে মামলার আসামীদের সুনির্দিষ্ট পরিচয় এবং তাদের সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। সহকারী কমিশনার আজাদ রহমান আরো জানান, অগ্নিকান্ডের ঘটনাটি নাশকতা নাকি অন্য কিছু সে বিষয়টি তদন্ত করছে পুলিশ।এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে না পাড়লেও অপরাধীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্ট চালাচ্ছে বলে তিনি জানান। অগ্নিকান্ডের পর আজ সকাল থেকে বরিশালের আদালত অঙ্গনে পুলিশের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌঁনে ১০ টার দিকে  এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসএইচএ/এমএস

Advertisement