প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ হবে।সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর পৌনে ১১টায় প্রাথমিক সমাপনীর পরীক্ষার ফল অনুলিপি তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।এ উপলক্ষে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বেলা ১টায় গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলন করে এসব পরীক্ষার ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন। সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা এসএমএস ও ইন্টারনেটে ফলাফল জানতে পারবে।তথ্যমতে, গত ২০ নভেম্বর থেকে শুরু হয় প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা। সারা দেশে ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে এবার ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়।অন্যদিকে, গত ১ নভেম্বর থেকে শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। জেএসসিতে এবার ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন এবং জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।এসএইচএম/জেডএ
Advertisement