প্রবাস

বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণ করুণ : রাষ্ট্রদূত

সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী “আমার বাংলাদেশ” নামে ক্যাম্পিং শুরু করেছে ইউএই এক্সচেঞ্জ। আবুধাবি ডুসেট তানী হোটেল বল রুমে সোমবার (২৬ ডিসেম্বর) এ উপলক্ষে কনফারেন্সের আয়োজন করেন ইউএই এক্সচেঞ্জ আমিরাত শাখা।ইউএই এক্সচেঞ্জ প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রমথ মাংহাতের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। কনফারেন্সে আমিরাতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।হুন্ডিতে নয়-বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণ করুন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, হুন্ডি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং দন্ডনীয় অপরাধ, সরকার নিজস্ব অর্থায়নে অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছে। প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে পা রেখেছে। দেশের উন্নয়নের অংশীদারি হওয়ার জন্য বৈধ পথে রেমিটেন্স প্রেরণের আহ্বান  জানান তিনি।বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আমিরাত বাংলাদেশ দূতাবাসের  সহযোগিতায় এই প্রচারণার আমিরাতের প্রতিটি প্রদেশে যেখানে বাংলাদেশি প্রতিষ্ঠান আছে সেখানে ৫ লক্ষ বই বিতরণ করা হবে।পরে ইউএই এক্সচেঞ্জের মাধ্যমে রেমিটেন্স প্রেরণকারী আবুধাবি থেকে ৩ জন বাংলাদেশিকে ৫০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।এমআরএম

Advertisement