দেশজুড়ে

এসআই যখন পলাতক

বরিশাল নগরীতে কিশোরী বধূকে বাসায় আটকে নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের দু’দিন অতিবাহিত হলেও পুলিশ লাইনে ক্লোজ থাকা এসআই ওয়ারেছকে গ্রেফতার করতে পারেনি কাউনিয়া থানা পুলিশ।এদিকে, গ্রেফতার এড়াতে এসআই ওয়ারেছ বরিশাল থেকে পালিয়ে এখন ঢাকায় অবস্থান করছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ওসি কাজী মাহবুবুর রহমান জানান, কিশোরী বধূকে নির্যাতনের অভিযোগে গত মঙ্গলবার রাতে নির্যাতিতা হাবিবা আক্তার মারুফার মা মাহমুদা বেগম বাদী হয়ে এসআই ওয়ারেছকে আসামি করে মামলা দায়ের করেন।দু’দিন অতিবাহিত হলেও কেন তাকে গ্রেফতার করা হয়নি এ বিষয়ে ওসি জানান, তিনি (ওসি) খবর নিয়ে জেনেছেন এসআই ওয়ারেছ এখন ঢাকায় অবস্থান করছেন।গ্রেফতার এড়াতে জামিন অথবা মামলার কার্যক্রম স্থগিত করতে ওয়ারেছ উচ্চ আদালতের শরনাপন্ন হতে পারেন বলে ওসি ধারণা করছেন।ওসি কাজী মাহবুবুর রহমান আরো জানান, ফিরে আসলে ওয়ারেছের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে নির্যাতিতার এক স্বজন জানায়, পুলিশ গ্রেফতারের নামে কালক্ষেপণ করে ওয়ারেছকে পালানোর সুযোগ করে দিয়েছেন।উল্লেখ্য, নগরীর কাউনিয়া থানার এসআই ওয়ারেছের ভাড়া বাসায় কিশোরী বধূ মারুফাকে ৩ মাস আটকে রেখে নির্যাতন চালানোর পর গত ৫ মার্চ পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে মহিলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এরপর তাকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। এ ঘটনার পর অভিযুক্ত এসআই ওয়ারেছকে কাউনিয়া থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।এমএএস/আরআই

Advertisement