জাতীয়

পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম দ্রুত শুরুর পরামর্শ

দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম দ্রুত শুরু করার পরামর্শ দেয়া হয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায়। বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীরউত্তমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।সভায় বিশ্বমানের আদর্শ বন্দরে পরিণত করতে সম্ভাব্য উন্নয়নের অঙ্গীকার সামনে রেখে মংলা এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। উভয় বন্দরের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থানকে দৃঢ়তর করা ও দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য কমিটির দিক নির্দেশনা ও সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করা হয়। একই সাথে এ ব্যপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক ও গতিশীল ভূমিকা কামনা করা হয়।দেশের আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি ও ক্রমবর্ধমান শিল্পায়নের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে দ্রুততর সময়ের মধ্যে পায়রা সমুদ্র বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ইতোমধ্যে নির্ধারিত বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত পরিকল্পনাসমূহের সুষ্ঠু বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ, বাজেট বরাদ্দকরণ, অবকাঠামো তৈরি ইত্যাদি ব্যাপারে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।এছাড়া সভায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম এবং হালনাগাদ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। কর্পোরেশনের জাহাজ বহরের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে চীনের আর্থিক সহায়তায় ৬টি নতুন জাহাজ সংগ্রহ, লাইটারেজ অয়েল ট্যাংকার ও প্রোডাক্ট অয়েল ট্যাংকার ক্রয়, জয়েন্ট ভেঞ্চারে মাদার ট্যাংকার ক্রয় ও পরিচালনা, চট্টগ্রাম বন্দরের সাথে যৌথ উদ্যোগে ট্যাংকার ক্রয় ও পরিচালনা ইত্যাদি বিষয়ে কমিটিকে অবহিত করা হয়।কমিটির সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রী মোঃ শাজাহান খান এবং মোঃ আনোয়ারুল আজীম (আনার) সভায় অংশগ্রহণ করেন।আরএস/আরআই

Advertisement