ফিচার

যে কারণে দূষিত হচ্ছে বুড়িগঙ্গা (দেখুন ছবিতে)

রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা নদীই ঢাকার জলাশয়ের প্রাণ। এখানেই বিখ্যাত নদীবন্দর সদরঘাট। সারা দেশের সঙ্গে নৌপথে যোগাযোগের একমাত্র বন্দর। চব্বিশ ঘণ্টাই বিভিন্ন ধরনের নৌযান যাতায়াত করে সদরঘাট থেকে। নগরজীবনের গুরুত্বপূর্ণ এই নদীটি প্রতিনিয়ত ভয়াবহ দূষণের কবলে নিমজ্জিত হচ্ছে। তেমন কিছু কারণ দেখুন ছবিতে। ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী মাহবুব আলম।পল্টুনে অবস্থানরত লঞ্চের ময়লা-আবর্জনা প্রতিদিন নদীতে ফেলা হয়। যে কারণে প্রতিনিয়ত দূষিত হচ্ছে বুড়িগঙ্গার পানি।নদীতে নোঙর করা লঞ্চের নিঃসৃত তেল বা তেলজাতীয় পদার্থ পানিতে মিশে দূষিত হচ্ছে বুড়িগঙ্গার পানি।সদরঘাটের পাশ ঘেঁষে গড়ে ওঠা শ্যামবাজারের মালামাল নৌকায় পরিবহনের ফলে সৃষ্ট আবর্জনায় দূষিত হচ্ছে বুড়িগঙ্গা।বুড়িগঙ্গা দূষণের কারণগুলোর মধ্যে বেশিরভাগ দায়ভার মানুষের। সচেতনতা, পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গি এবং দায়বোধ না থাকাই প্রধানত দায়ী।ঢাকার অদূরেই বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ইটের ভাটার বর্জ্র নদীতে মিশে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি।সদরঘাট মানেই লঞ্চ। লঞ্চে যাতায়াতকারীরাই এখন বুড়িগঙ্গার দূষণে বিরক্ত। আবার দূষণের প্রধান কারণ এই লঞ্চ।এসইউ/আরআইপি

Advertisement