জাতীয়

খালেদা ভদ্রলোকের মতো আত্মসমপর্ণ করবেন : আশা প্রধানমন্ত্রীর

গ্রেফতারি পরোয়ানা মোতাবেক বেগম খালেদা জিয়া ভদ্রলোকের মতো আদালতে আত্মসমপর্ণ করবেন,  অন্যথায় দেশের মানুষ তাকে ছাড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে হরতাল, অবরোধ ও অগ্নিদগ্ধে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা প্রদানকালে একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি যে, বিএনপি নেত্রী আইন-আদালত মানবেন। তার বিরুদ্ধে জারিকৃত পরোয়ানা অনুযায়ী তিনি ভদ্রলোকের মতো আদালতে আত্মসমপর্ণ করবেন। এটাই ভদ্রলোকের নিয়ম। অন্যথায় জনগণ তাকে ছেড়ে দেবে না এবং তিনি জনগণের সামনে যেতে পারবেন না।ধ্বংসাত্মক রাজনীতি বন্ধে খালেদা জিয়ার প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বাংলাদেশকে ধ্বংসের পথে নিতে চান। খালেদা জিয়া আইন-আদালত কিছুই মানেন না। ওনার দুর্নীতির মামলার ৬৭ বার হাজিরার তারিখ ছিল। কিন্তু উনি মাত্র ৭ দিন আদালতে গিয়েছেন। অধিকাংশ দিন আদালতে হাজির না হয়ে উনি মূলত আদালত অবমাননা করেছেন। এছাড়া বিএনপি নেত্রী তার ক্যাডারদের নিয়ে আদালতে গিয়ে আদালতের কাছে আইনজীবীদের লাঞ্ছিত করে ও গাড়ি পুড়িয়ে আদালতের মর্যাদা ক্ষুণ্নের চেষ্টা করেছেন।মানুষ পুড়িয়ে হত্যার জন্য বিএনপি-জামায়াত চক্রের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ওদের মানবিক কোন অনুভূতি নেই। ওরা মানুষের অভিশাপে ধ্বংস হয়ে যাবে। বিএনপি-জামায়াত চক্র আড়াই মাস ধরে হরতাল ও অবরোধ দিয়ে এবং অগ্নি হামলার মাধ্যমে জনগণের জীবন দুর্বিসহ করে তুলেছে। এই চক্রের নৃশংস হামলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। অনেকে পঙ্গু এবং অনেকে নিঃস্ব হয়েছে।এরআগে তিনি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল, অবরোধ ও অগ্নি হামলায় নিহত ৪ জনের পরিবার ও আহত ৩৩ ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত ১৯৯টি বাস-ট্রাক ও অন্যান্য যানবাহনের মালিকের হাতে ৫ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকার চেক তুলে দেন।# দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের অর্থ-সহায়তা দিলেন প্রধানমন্ত্রীআরএস/আরআই

Advertisement