জাতীয়

অধঃস্তন আদালতের নিয়োগ কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি অবৈধ

অধঃস্তন আদালতের জনবল নিয়োগ সংক্রান্ত কমিটিতে মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রাখার বিধানকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দিয়েছেন।বিষয়টির ওপর রিট আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরশেদ এ কথা নিশ্চিত করে জানান, আপিল বিভাগের আদেশের ফলে অধঃস্তন আদালতের জনবল নিয়োগ কমিটিতে মন্ত্রণালয়ের কোন প্রতিনিধি রাখা যাবে না।তিনি বলেন, অধঃস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত আইন সংশোধন করে গেজেট প্রকাশ হয়। সংশোধনীর মাধ্যমে মন্ত্রণালয়ের নিয়োগ কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রাখার বিধান রাখা হয়। এ বিধান বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ ও বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি দাবি করে বিষয়টি নিয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট দায়ের করে।গত বছরের ১৬ নভেম্বর মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখাকে অবৈধ ও সংবিধান পরিপন্থি ঘোষণা করে অধঃস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত সংশোধনী বাতিল করে রায় দেয় হাইকোর্ট।এডভোকেট মনজিল মোরশেদ বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগের চেম্বার জজ আদালত রায়ের কার্যকারিতা স্থগিত করে আদেশ দেয়। এই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য রিট দায়েরকারী পক্ষে আবেদন করলে আজ (বৃহস্পতিবার) আপিল বিভাগ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার জজ আদালতের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে আদেশ দেয়।এ আদেশের ফলে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকলো।আরএস/আরআই

Advertisement