নেত্রকোনায় স্কুলছাত্র শফিকুল ইসলাম খান হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ বুধবার দুপুরে এ রায় প্রদান করেন। এ সময় দু’জনকে বেকসুর খালাস প্রদান করা হয়।সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ী গ্রামের বীরেন্দ্র সরকারের ছেলে মনোরঞ্জন সরকার মনু (৩২), পূর্বধলা উপজেলার খলিশাউর গ্রামের কুনীল সরকারের ছেলে সজিত সরকার (২০) ও ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার হরুদা গ্রামের উপেন্দ্র সরকারের ছেলে দীপেন্দ্র সরকার (২২)। এরা সকলেই পলাতক রয়েছেন।আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ী গ্রামের আশু চন্দ্র সরকারের মেয়ে চম্পা রানী সরকার (১৭) সঙ্গে পাশের আমলী কেশবপুর গ্রামের শাহাব উদ্দিন খানের ছেলে শফিকুল ইসলাম খানের (১৮) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে একই সঙ্গে পড়াশুনা করত।২০০৪ সালের ২০ নভেম্বর রাত ৮টার দিকে সাজাপ্রাপ্ত আসামিরা শফিকুলকে ডেকে নিয়ে হত্যা করে মৃতদেহ মনোরঞ্জনের পুকুরে ফেলে রাখে। শফিকুলের পরিবার বিষয়টি জানতে পেরে নেত্রকোনা মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের বড় ভাই জহিরুল ইসলাম খান বাদী হয়ে ৫ জনকে আসামি করে ২১ নভেম্বর নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর সকল আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
Advertisement