জুনের আগেই ঢাকা মহানগরের দুটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভাকক্ষে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। ঢাকার দুটি ও চট্টগ্রামের একটিসহ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল চলতি মাসেই ঘোষণা করা হবে বলেও জানান সিইসি। নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি না এমন প্রশ্নে সিইসি বলেন, `পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।` এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, শিক্ষা সচিব, পুলিশ মহা-পরিদর্শক, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, আনসার-ভিডিপির মহাপরিচালক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এআরএস/এমএস
Advertisement