বান্দরবানে শুক্রবারের এসএসসিসহ সমমানের পরীক্ষার কথা বিবেচনা করে ৭২ ঘণ্টার হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে হরতাল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন জাগো পার্বত্যবাসীর সংগঠন। এদিকে সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নেতাকর্মীরা অবস্থান নিয়ে যান-চলাচলসহ দোকান-পাঠ বন্ধ করে দেন । জাগো পার্বত্যবাসীর ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথমদিন বুধবার সন্তু লারমার আগমনকে কেন্দ্র করে পাহাড়ি বাঙ্গালিদের মধ্যে সংঘর্ঘের ঘটনায় ১৫জন আহত হয় । আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় ৪ জনকে । সংগঠনটির পক্ষথেকে আব্দুল জলিল জানান, শুক্রবার এসএসসিসহ সমমানের পরীক্ষা রয়েছে। দুরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করা হয়েছে । তবে পাহাড়ে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ না হলে আবার কর্মসূচি দেয়া হবে । এসএইচএ/এমএস
Advertisement