দেশজুড়ে

গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৬

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার বেলা ১১ টায় শ্রীপুরের সাতখামাইর রেলওয়ে ষ্টেশনের অদূরে মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের কলিম উদ্দিনের পুত্র শিখর আহমেদ (১৯), ট্রেনের হকার (আইসক্রিম বিক্রেতা) শহীদ নগর গ্রামের মোস্তফা কামাল (৫৫) এবং শ্রীপুর উপজেলার গোলাঘাট গ্রামের মোহাম্মদ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৪০)। আহতরা হলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঞ্জুর সরকারের পুত্র টিটু মিয়া (২৫), সদর উপজেলার ফরহাদ মিয়ার পুত্র জহিরুল ইসলাম (১২), মঞ্জুরুল ইসলামের পুত্র অনিক মিয়া (২৩), বান্দারোয়া গ্রামের আবুল হোসেনের পুত্র মুকুল ইসলাম (২২), গফরগাঁও উপজেলার জামাল উদ্দিনের পুত্র জুয়েল রানা (২৫), নিগুয়ারী গ্রামের আব্দুছ ছালামের পুত্র শিখন মিয়া (২৫)। আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত মুকুল, জুয়েল এবং টিটুকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ্ উদ্দিন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন শ্রীপুরের মাইজপাড়া এলাকায় ট্রেন লাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা খালি ট্রাকের (নং ঢাকা মেট্রো-ন-১১-৪৪১২) সাথে চাপা লাগলে ঝুলন্ত দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং অপর যাত্রী জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। বিএ/এসএইচএ/এমএস

Advertisement