জাতীয়

প্রশ্ন ফাঁসের প্রভাব ফলাফলে পড়েনি : শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের প্রভাব এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে পড়েনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার বেলা ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন। এছাড়া মন্ত্রী এ সময় এইচএসসি পরীক্ষার বিস্তারিত ফলাফল তুলে ধরেন।এবারের এইচএসসি পরীক্ষায় ভালো ফলের পেছনে প্রশ্ন ফাঁসের কারণ থাকতে পারে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের প্রভাব ফলাফলে পড়েনি। ২০১২ সালে এইচএসসি পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ পাস করেছে। এবার ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০১২ সালে তো প্রশ্নপত্র ফাঁস হয়নি, তখন যদি ফল ভালো হতে পারে এখন কেন ভালো হবে না।`প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এ সরকারই ব্যবস্থা নিয়েছে বলেও এ সময় জানান তিনি।উল্লেখ্য, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে। অভিযোগের সত্যতা পাওয়ায় ৯ এপ্রিল ঢাকা বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৮ জুন।

Advertisement