খেলাধুলা

৩৪২ রানের লক্ষ্যে ব্যাট করছে আরব আমিরাত

দক্ষিন আফ্রিকার দেওয়া ৩৪২ রানের লক্ষ্যে ব্যাট করছে সংযুক্ত আরব আমিরাত। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভার শেষে বিনা উইকেটে ১৪ রান। এর আগে অধিনায়ক  ডি ভিলিয়ার্স ও বেহার্ডিয়েনর জোড়া অর্ধশতকে ৩৪১ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। আউট হওয়ার আগে ডি ভিলিয়ার্স করেন ৯৯ রান। ওয়েলিংটনে টস হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই হাশিম আমলার (১২) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়ে কুইনটন ডি কক ও রিলি রুসো প্রাথমিক ধাক্কাটা অবশ্য ভালোভাবেই সামলে ছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে পর পর দুটি উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিটরা। ১৬তম ওভারে ৮৫ রানের মাথায় ডি কক ফিরে যান ২৬ রান করে। দুই ওভার পরে রুসোও (৪৩) আউট হন আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকিরের বলে। চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়ে আমিরাতকে আবার ভুগিয়েছেন ডি ভিলিয়ার্স ও মিলার। ৩৭তম ওভারে মিলারকে (৪৯) আউট করে আমিরাত শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন নাভিদ। এরপর ডুমিনিকে সাথে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন ডি ভিলিয়ার্স। আউট হওয়ার আগে প্রোটিয়া এই অধিনায়ক করেন ৯৯ রান। শেষ দিকে বেহার্ডিন ৩৩ বলে ৬৪ রান করলে ৩৪১ রানের বড় ইনিংস গড়ে দক্ষিণ আফ্রিকা। আমিরাতের পক্ষে নাভিদ নেন ৩ উইকেট। এমআর/এমএস

Advertisement