আন্তর্জাতিক

পোলিও ভ্যাক্সিন না খাওয়ানোয় গ্রেফতার হচ্ছেন বাবা-মা

পোলিও রোগ বন্ধে অভিভাবকরা সরকারকে যথাযথ সাহায্য না করায় পাকিস্তানে সন্তানদের বাবা-মা`কে গ্রেফতার করা হচ্ছে। সময় অনুযায়ী পোলিও ভ্যাক্সিন না খাওয়ানোর অভিযোগে এ পর্যন্ত একশোর বেশী বাবা-মা`কে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ। খবর ভয়েস অব আমেরিকা।বিশ্বের যে তিনটি দেশে পোলিও সমস্যা এখনো আছে পাকিস্তান তাদের একটি। পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রদেশ খয়বার-পাখতুনখোয়ায় শিশুদের পোলিও ভ্যাক্সিন খাওয়ানের বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হলেও অনেক অভিভাবক গাফিলতি করে। তাই তাদেরকে গ্রেফতার করা হয়। গত বছরের হিসেব অনুযায়ী এই প্রদেশে ২.৭ মিলিয়ন শিশু আছে। সর্বশেষ জরপি বলছে সেখানে গত বছর ৩০৬ জন পোলিও আক্রান্ত শিশু পাওয়া গেছে। যা গত ১৪ বছরে সবচেয়ে বেশী ও ভয়াবহ। এ বছর পাওয়া গেছে ১৩ জন পোলিও আক্রান্ত শিশুকে। এমজেড/এআরএস/এমএস

Advertisement