খেলাধুলা

ক্রাইস্টাচার্চ থেকে নেলসনে মাশরাফি-সাকিবরা

সিরিজের শেষ দুই ওয়ানডে খেলতে নেলসনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ওয়ানডে শেষে ক্রাইস্টচার্চ থেকে বিমানে স্থানীয় সময় দুপুর দেড়টায় নেলসনে পৌঁছায় মাশরাফি-সাকিবরা। ক্রাইস্টচার্চ বাংলাদেশের জন্য নতুন ভেন্যু হলেও, নেলসনে খেলার অভিজ্ঞতা আছে মাশরাফিদের। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নেলসনেই। সেই ম্যাচে স্কটিশদের দেয়া ৩১৮ রান তাড়া করে জয় পেয়েছিল বাংলাদেশ। যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। সেই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে চাইবে মাশরাফির দল।এদিকে নেলসনে পৌঁছে ঐদিন কোন অনুশীলন করেননি মাশরাফি-সাকিবরা। সিরিজের শেষ দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে নেলসনের স্যাক্সটন ওভালে।এমআর/পিআর

Advertisement