জাতীয়

ধানমণ্ডিতে ভারতের নতুন ভিসা কেন্দ্র চালু

রাজধানী ঢাকার ধানমণ্ডিতে নতুন একটি ভিসা কেন্দ্র উদ্বোধন করেছে ভারতীয় হাইকমিশন। নতুন এ ভিসা কেন্দ্রের ঠিকানা- বাড়ি নম্বর-২, সড়ক নম্বর-২৪, ধানমণ্ডি, ঢাকা।বুধবার হাইকমিশন সূত্রে জানানো হয়, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও গুলশান কেন্দ্রের ভিড় এড়াতে ভিসার আবেদন ধানমণ্ডির ভিসা কেন্দ্রে জমা দিতে হবে। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী, ট্যুরিস্ট (টি) ভিসা ছাড়া অন্যসব ক্যাটাগরির ভিসার আবেদন ঢাকার গুলশান, ধানমণ্ডি এবং খুলনার ভিসা আবেদন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিজে এসে জমা দিতে পারবেন। ক্যাটাগরির ভিসার জন্য ভিসা কেন্দ্রে আবেদন করা যাবে সেগুলো হচ্ছে বিজনেস, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, স্টুডেন্ট, রিসার্চ, জার্নালিস্ট, কনফারেন্স, এমপ্লয়মেন্ট, ট্রানজিট, শিল্পী, ক্রীড়াব্যক্তিত্ব, ভারতীয় নাগরিকদের স্বামী বা স্ত্রী, ব্যবসায়ী ব্যক্তিত্বদের স্বামী বা স্ত্রী, বেসরকারি খাতের আইটিইসি প্রশিক্ষণার্থী, ভারত সরকারের অর্থায়নে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিবারের সদস্যরা ও বিদেশি নাগরিক। সূত্র জানায়, যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে, তারা ধানমণ্ডিতে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং নিজে এসে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। এসএইচএ/এমএস

Advertisement