সব সময় ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। তাকে হালের সাহসী অভিনেত্রীই বলা হয়। যোকোন চরিত্র নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করতে পছন্দ করেন। কঠিন কাজ আর সিনেমায় নিজের চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাটাই যার ইউএসপি, তিনিই বলছেন,`আমার অভিনয় জীবনের সব থেকে কঠিন কাজ এনএইচ-১০।আগামী শুক্রবার শুভমুক্তি পেতে চলেছে আনুষ্কা শর্মা অভিনীত এনএইচ-১০। নিজের ছবির ভবিষ্যৎ সাফল্য নিয়ে আশাবাদী এই বলিউডি। তিনি বলেন, "আমি আমার ভাল সিনেমাগুলোর মধ্যে অবশ্যই এনএইচ-১০ কে রাখব। কাজটা অনেকটাই কঠিন ছিল আমার কাছে"।দিনকে দিন বড় বাজেটের ছবির কাজে ডাক পাচ্ছেন। সর্বশেষ ছবিটি ছিল `পিকে`। আমির খানের মত কিংবদন্তীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে ছবির সারাও মিলেছে বেশ। তবে পিকের থেকেও এনএইচ-১০ তাঁর কাছে বেশি চ্যালেঞ্জিং ছিল বলে জানালেন তিনি।এমজেড/এআরএস/আরআইপি
Advertisement