জাতীয়

কক্সবাজারে পর্যটন জোন করার দায়িত্ব পাচ্ছে বেজা

অবশেষে কক্সবাজারে একটি বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলার দীর্ঘদিনের পরিকল্পনা গতি পাচ্ছে। পর্যটন শিল্পের জন্য প্রথমবারের মতো বিশেষায়িত এ অঞ্চল গড়ে তোলার কাজে এক ধাপ অগ্রগতি হচ্ছে। জমি অধিগ্রহণের বিষয়ে আজ পর্যটন করপোরেশনের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেজা পর্যটন খাতের আলোচিত এ মেগা প্রকল্প বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় গত ২৭ জানুয়ারি এ বিষয়ে অনুমোদন দিয়েছে। এরপর সংস্থাটি বিশেষ এ অঞ্চল গড়ে তোলার কাজ শুরুর প্রাথমিক কার্যক্রম শুরু করে। এর অংশ হিসেবে আজ জমি বুঝে নেওয়ার বিষয়ে চুক্তি হবে। এতদিন প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল পর্যটন করপোরেশন। এ প্রকল্পের জন্য নির্ধারিত ৯৩৫ দশমিক ৮৮ একর সরকারি খাস জমি এতদিন পর্যটন করপোরেশনের তত্ত্বাবধানে ছিল। সম্প্রতি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে আজ আনুষ্ঠানিকভাবে পর্যটন করপোরেশন এ জমির দায়িত্ব বেজাকে দেবে। বাকি ৯১ একর জমি স্থানীয়ভাবে অধিগ্রহণের জন্যও কক্সবাজার জেলা প্রশাসন বেজাকে অনুমতি দিয়েছে।বিনিয়োগের অভাবে `কক্সবাজারে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন স্থাপন` প্রকল্প গত পাঁচ বছর ধরে উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ ছিল। টেকনাফের সাবরাং এলাকায় সমুদ্রসৈকতের তীরে ২৭ হাজার একরজুড়ে এটি গড়ে তোলা হবে।বেজার চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, প্রতি বছর কক্সবাজার সমুদ্র সৈকতে ৮ থেকে ১০ লাখ দেশি-বিদেশি পর্যটক আসে। এক্সক্লুসিভ ট্যুরিজম জোনটি স্থাপিত হলে এখানে আরও সমপরিমাণ পর্যটকের সমাগম বাড়বে। আপাতদৃষ্টিতে কঠিন মনে হলেও এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্পে বিপ্লব ঘটবে।সংশ্লিষ্টরা জানান, প্রথমে দেশের পর্যটন খাতের সবচেয়ে বড় এ প্রকল্পে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সহায়তার কথা থাকলেও পরে সংস্থাটি অপারগতা জানায়। এ কারণে প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় বাস্তবায়নের জন্য বেজার তত্ত্বাবধানে দিয়েছে সরকার। ছয় শিল্প অঞ্চলে বিভক্ত এ জোনে হোটেল কমপ্লেক্স, ইকো ট্যুরিজম, স্পোর্টস অ্যান্ড এক্সট্রিম ট্যুরিজম, রিক্রিয়েশনাল ট্যুরিজম, বিজনেস ট্যুরিজম, ওয়াটার ট্যুরিজম, স্পা-ট্যুরিজম এবং মিনারেল ওয়াটার উৎপাদন কার্যক্রম থাকবে।এ জোনের সঙ্গে দেশের অভ্যন্তরীণ নৌপথের সংযোগকে পর্যটনের বিকাশে কাজে লাগানো হবে বলে বেজার কর্মকর্তারা জানান।এআরএস/এমএস

Advertisement