জাতীয়

কারাগার আত্মশুদ্ধির জায়গা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

কারাগার এখন আর শাস্তি কার্যকর করার প্রতিষ্ঠান নয়, কারাগার এখন আত্মশুদ্ধির জায়গা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের ৩৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি বলেন, কারাগার এখন আর শাস্তি কার্যকর করার প্রতিষ্ঠান নয়, কারাগার এখন আত্মশুদ্ধির জায়গা। কালের বিবর্তনে কারাগারকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। আধুনিক ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কারারক্ষীদের প্রশিক্ষিত করা হচ্ছে।কারারক্ষীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, যারা কারাগারে অন্তরীণ হন তারা অনেকেই ইচ্ছের বিরুদ্ধে অপরাধ করে এখানে আসেন, তাই আপনাদের সচেষ্ট থাকতে হবে তারা যেন কারাগারে এসে আত্মশুদ্ধি লাভ করতে পারেন। এ জন্য সরকার কারাভ্যন্তরে শিষ্ঠাচার শিক্ষাসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বন্দিরা যেন করাগার থেকে বেরিয়ে আবারও অন্ধকার জগতে পা না বাড়ায় সেজন্য আপনারা তাদের সাথে মানবিক আচরণ করবেন।অনুষ্ঠানে পুলিশের আইজি খন্দকার হাসান মাহমুদ, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ নাঈম আহম্মেদ, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার আহম্মেদ, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, ডিআইজি শহিদুল ইসলাম, পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম, পুলিশ সুপার আলমগীর হোসেন, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, বিএমডিএর চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও জিআইজি প্রিজনসহ কারাগারের ঊদ্ধর্তন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমিতে এবার ৩৮তম ব্যাচের ১২৫ জন প্রশিক্ষণ গ্রহণ করেন। এর মধ্যে ২০ জন নারী সদস্য রয়েছেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের জন্য তিনজনকে পুরষ্কৃত করা হয়। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ৬টি ব্যাচে জেল সুপার, ১০টি ব্যাজে ডেপুটি জেলার ও ৩৮টি ব্যাচে কারারক্ষী ও নারী কারারক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Advertisement