আশি-নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিয়াল ম্যাকগাইভারের কথা নিশ্চয় ভোলেননি। হাতের কাছে টেস্টার,ছোট্ট কাঠের টুকরা কিংবা একটি টর্চ লাইট দিয়েই কিভাবে শত্রুকে বোকা বানিয়ে বা শত্রুকে ধব্ংস করে চলে আসতেন। আবারো আসছে ম্যাকগাইভার।তবে এবার আর কোন পুরুষ ম্যাকগাইভারকে দেখবেন না দর্শক। একজন নারী ম্যাকগাইভারকে দেখা যাবে পর্দায়। ৩০ বছর পর ম্যাকগাইভারের নতুন এই টিভি সিরিজের মূল চরিত্রে থাকবেন একজন নারী প্রকৌশলী। ম্যাকগাইভারের নির্মাতা লি জলটফ বলেন, ‘ম্যাকগাইভার নতুন করে শুরু করছি না। বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে মেয়েদের উৎসাহী করতে এবার নারী ম্যাকগাইভারকে আমরা নিয়ে আসছি । নারীদের জন্য আমরা একটা শক্তিশালী রোল মডেল তৈরি করার চেষ্টা করছি।’ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সহায়তায় ইতিমধ্যেই ‘নারী ম্যাকগাইভারের’ খোঁজে অডিশন শুরু হয়েছে। আশা করা হচ্ছে আগামী বছর থেকে নতুন ম্যাকগাইভারকে দেখা যাবে পর্দায়।এমজেড/এআরএস/এমএস
Advertisement