আন্তর্জাতিক

তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

তানজানিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইরিঙ্গা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪২ নিহত এবং ২৩ জন আহত হয়েছে।পুলিশ জানায়, তানজানিয়ার দক্ষিণ পশ্চিমের শহর ইরিঙ্গার একটি একটি ব্যস্ত সড়কে যাত্রীবাহী বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪২জন নিহত হয়েছে এবং কমপক্ষে ২৩ জন আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।ইরিঙ্গার পুলিশ প্রধান রামাদানি মুঙ্গী জানান, তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দার-ইস-সালাম থেকে প্রায় ৪৬০ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইরিঙ্গার সড়কে প্রায় ৬০জন যাত্রী বহনকারী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লরির কন্টেইনার বাসের উপর পড়লে বাস দুমড়ে মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। আহতরা নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কমপক্ষে ২৩ জন মারাত্মক আহত যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এআরএস/এমএস

Advertisement