রাজনীতি

ডিসিসির কাউন্সিলর পদেও একক প্রার্থী দেবে আ.লীগ

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনে ওয়ার্ড কমিশনার পদেও একক প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দুই অংশের মেয়র পদে দুজনকে সমর্থনের বিষয়ে গ্রিন সিগন্যাল দেয়ার পর হাইকমান্ডের নির্দেশ, যারা দলের শৃংখলা ভঙ্গ করে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হবে-তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দেখভাল করছেন। এজন্য ঢাকা মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেয়া হয়েছে। সংগঠন তিনটির নেতারা ওয়ার্ড কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রণয়ন করে তা দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে জমা দেবেন। প্রধানমন্ত্রী পরে এ তালিকা চূড়ান্ত করবেন। সংশ্লিষ্ট সূত্রে বুধবার রাতে এ তথ্য জানা গেছে।প্রধানমন্ত্রীর নির্দেশের পর বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কার্যালয়ে ডিসিসির সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ, সাধারণ সম্পাদক পিনু খান, নগর নেত্রী সাহিদা তারেক দিপ্তী ও শিরীন নইম পুনম, যুব মহিলা লীগ সভানেত্রী নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, ঢাকা মহানগর নেত্রী সাবিনা আক্তার তুহিন, পারভীন খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা আওয়ামী লীগের এক নেত্রী  জানান, এ বৈঠকে ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীদের পৃথক দুটি তালিকা নিজ নিজ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেবেন বলে সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে এ দুটি সংগঠনের কেন্দ্রীয় কমিটি ওই তালিকা যাচাই-বাছাই করে তা দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেবেন। পরে প্রধানমন্ত্রী এ দুই তালিকা দেখে দলীয়ভাবে সমর্থনের জন্য মনোনীত সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নাম চূড়ান্ত করবেন। এর আগে মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের আট নেতার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন শেখ হাসিনা। তাদের আগেই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর ও দক্ষিণ অংশে বর্তমানে ওয়ার্ডের সংখ্যা ৯২। ইতিপূর্বে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদ ছিল ৩০টি। তখন সাধারণ ওয়ার্ড ছিল ৯০টি।এসএইচএ/আরআইপি

Advertisement