দেশব্যাপি বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ আর নাশকতার প্রতিবাদে ফেনীতে জনসভার আয়োজন করেছে ১৪ দল। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টায় জনসভাটি অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ, সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন নাসিম। জনসভায় প্রায় লক্ষাধিক মানুষ সমাগমের টার্গেট নিয়েছে ফেনী জেলা ১৪ দল। সভাটিকে কেন্দ্র করে শহরের ট্রাংক রোড়, এসএসকে সড়কসহ বিভিন্ন এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম-এর সভাপতিত্বে এছাড়াও জনসভায় বক্তব্য রাখবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী- ১ আসনের সংসদ সদস্য জাসদ নেত্রী শিরিন আক্তার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমাসহ ফেনী জেলা ১৪ দলের নেতারা।এসআরজে
Advertisement