রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মারা যাওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি ঠিকাদার আব্দুস সালামকে দুই দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার ঠিকাদার সালামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে হেফাজতের আদেশ দেন হাকিম রেজাউল করিম। সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জাফর আহমেদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন জিম্মায় নেওয়ার আবেদন করেছিলেন। গত বছরের ২৬ ডিসেম্বর বিকালে শাহজাহানপুর কলোনিতে বাসার কাছে রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর ২৭ ডিসেম্বর বিকালে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। জিহাদের মৃত্যুর এই ঘটনাটি সারা বাংলাদেশে আলোড়ন তোলে। এর জন্য দায়ীদের শাস্তির দাবিও ওঠে তখন। এ ঘটনায় জিহাদের বাবা নাসির ফকির ‘দায়িত্বে অবেহেলায়’ জিহাদের মৃত্যুর অভিযোগ এনে শাহজাহানপুর থানায় মামলা করেন। মামলার দুই আসামি হলেন- শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআরের মালিক আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। প্রকৌশলী সালাম গত ৮ মার্চ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত। রেল কলোনির পরিত্যক্ত ওই গভীর নলকূপের পাইপে জিহাদ পড়ে যাওয়ার পর রাতেই ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।এসআরজে
Advertisement