ফিচার

ত্রিশের আগেই বিশ্বমাত

৩০ বছরকে ধরা হয় পেশাজীবনে উপরে ওঠার প্রথম ধাপ হিসেবে। যে বয়সে বিশ্বের কোটি কোটি তরুণ-তরুণী এই ধাপ মাড়িয়ে স্বাবলম্বী এবং স্বচ্ছল জীবনের অসংখ্য সিঁড়ির দিকে ওঠার সংগ্রামে গলদঘর্ম হয়, সে বয়সেই কিছু হাতেগোনা সৌভাগ্যবান শুধু কাঁড়ি কাঁড়ি অর্থেরই মালিক নন, মেধা আর ক্ষমতায় রীতিমতো প্রতিষ্ঠিত। বিশ্বের তেমনই ১০জন প্রতিষ্ঠিত তরুণ-তরুণীর কথা জানা যাক, যারা ৩০ এর আগেই উঠেছেন খ্যাতি আর প্রতিষ্ঠার শীর্ষে। ১. ইভান স্পাইজেল (Evan Spiegel) স্নাপচ্যাটের কো ফাউন্ডার এবং সিইও তিনি। লাইভ ভিডিও চ্যাটের জন্যও স্নাপচ্যাটের অনেক সুনাম রয়েছে। এই অ্যাপ্লিকেশনের চাহিদা অনুযায়ী দিন দিন সিকিউরিটি এবং অন্যান্য অনেক ফিচার যোগ করা হচ্ছে। স্নাপচ্যাটের নতুন ফিচার হচ্ছে ডিস্কভার। এই অ্যাপ্লিকেশনের কারণে অন্যান্য সামাজিক মাধ্যমগুলো অনেকটাই হুমকির সম্মুখীন। তাই বোধহয় ফেসবুক কিনে নিতে চাইছে স্নাপচ্যাটকে। তাও আবার ৩ বিলিয়নের বেশি দাম দিয়ে। বিশ্বের অন্তত ১শ মিলিয়ন মানুষ ২৪ বছর বয়সী স্পিজেলের এই মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। ২.প্যালমার লাকি (Palmer Luckey) অকুলাস ভিআর (Oculus VR) এর প্রতিষ্ঠাতা তিনি। ১৯ বছর বয়সেই লাকি তার ৬ষ্ঠ ভার্চুয়াল বাস্তব হেডসেটের প্রোটোটাইপ তৈরি করেন যান নাম রিফট। তারপরের ২ বছর লাকি তার কোম্পানি অকুলাস ভিআর পরিচালনা শুরু করেন। তার কোম্পানির কাজ ছিল প্রোটোটাইপ তৈরি করে দেয়া। পরে তিনি ফেসবুকের কাছে তা বিক্রি করে ২ বিলিয়ন ডলারের বিনিময়ে। ২২ বছর বয়সী লাকি এখনো অকুলাস ভিআরের প্রতিষ্ঠাতা হিসাবেই রয়েছেন এবং তিনি এখন ফেসবুকের পৃষ্ঠপোষক হিসাবে কাজ করেন। ফোর্বসের প্রকাশিত তথ্যমতে লাকির সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ মিলিয়ন ডলার। ভিডিও গেমসের জগতে বিপুল পরিবর্তন এনেছে তার এই কোম্পানি। ৩. ম্যতু অ্যাচিলি (Matteo Achilli) ইগোমনিয়া (Egomnia) এর প্রতিষ্ঠাতা এই অ্যাচিলি। তাকে ডাকা হয় ইটালিয়ান জুকারবার্গ বলে। অনলাইনে কাজের নিয়োগের জন্য নেটওয়ার্ক তৈরি করেছেন অ্যাচিলি। তার সাথে যোগ দিয়েছে ২ লাখ ৫০ হাজার মানুষ এবং ৭০০ কোম্পানি। তিনি তার কোম্পানি শুরু করেন শুধু ইটালিতে। আরও অনেকগুলো দেশে তাকে এর জন্য আনুরোধ জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে কোরিয়া, স্পেন, কলোম্বিয়া, গ্রীস, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং নেপাল। অ্যাচিলি বিবিসিকে বলেন, তিনি অনেক সময় ভুলে যান যে তার বসয় ২২। উচ্চাকাঙ্ক্ষা এবং তারুণ্যই তাকে জনপ্রিয় করেছে। ৪. টেলর সুইফট (Taylor Swift) ২৫ বছর বয়সী এই শিল্পীকে আমরা অনেকেই জানি। অনেকেই আবার তার গানের ব্যাপক ভক্ত। ২০১৪ সালে তার গানের অ্যালবাম বিক্রি হয়েছে সপ্তাহে ৩ মিলিয়নের বেশি কপি। তার সম্পত্তির পরিমাণ প্রায় ২০০ মিলিয়ন ডলার। ৫. ন্যাট টার্নার এবং জ্যাক ওয়েনবার্গ (Nat Turner and Zack Weinberg) গত বছরে গুগল থেকে প্রায় ১৩০ মিলিয়ন ডলার পেয়েছেন ন্যাট টার্নার এবং জ্যাক ওয়েনবার্গ। ফ্লাটারনের সহ-প্রতিষ্ঠাতা হলেন এই দুইজন। তাদের প্রতিস্থানের কাজ হচ্ছে ক্যান্সারের ডাটা সংগ্রহ করা এবং রিসার্চ করা। তাদের দুইজনের বয়সই ২৮ বছর। ৬. মালালা ইউসুফজাই (Malala Yousafzai) ১৭ বছর বয়সে তার নাম শোনে সারাবিশ্ব। ২০১২ সালে তালেবানরা যখন তাকে গুলি করে তখনই সে আলোচনায় আসে। নারীশিক্ষার পক্ষে তালেবানদের বিপক্ষে কথা বলেন মালালা। মালালা এখন সবার কাছে একটি অনুপ্রেরণার নাম। ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন পাকিস্তানের এই শিক্ষা-অধিকারকর্মী। ৭. জশ কুশনার (Josh Kushner) ভেঞ্চার পুঁজিবাদী সংস্থা এবং অস্কারের সহপ্রতিষ্ঠাতা এই জশ কুশনার। ২৯ বছর বয়সী কুশনার ব্যবসার জন্যই তৈরি করেছেন নিজেকে। থ্রাইভ নামক একটি কোম্পানির প্রতিষ্ঠাতা কুশনার। তাবড় তাবড় কোম্পানিতে ডাক পড়ে তার। হার্ভার্ড থেকে পাশ করা জশ কুশনার একজন উদ্যোক্তাও বটে। ৮. ডেভিড কার্প ( David Karp) টামব্লারের প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন ডেভিড কার্প। ২০ বছর বয়সেই এটি প্রতিষ্ঠা করেন তিনি। অনেক জনপ্রিয়তা পায় তার এই ব্লগিং সাইটটি। পরে ১ বিলিয়নের বেশী দামে ২০১৩ সালের মে মাসে সাইটটি বিক্রি করে দেন ইয়াহুর কাছে। কার্প তারপরও এই কোম্পানির সিইও হিসাবে আছেন।

Advertisement

২৮ বছর বয়সী ডেভিড কর্পের ব্রুকলিনে ২শ মিলিয়ন ডলারের সম্পত্তি আছে। যুক্তরাষ্ট্রের শিক্ষা পদ্ধতি নিয়ে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে কথা বলে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ৯. লিনা ডানহ্যাম (lena Dunham) এইচবিও গার্লসের প্রতিষ্ঠাতা তিনি। ২৮ বছর বয়সে ড্নহ্যাম গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছেন। লেখক-পরিচালক হিসাবে ভালো নাম করেছেন তিনি। তিনি ভালো অভিনয় করতে পারেন। ১০. পিউডাইপাই (PewDiePie) তিনি অবশ্য ইউটিউবের স্টার হিসাবেই পরিচিত। ২৪ বছর বয়সী পিউডাইপাই সাংঘাতিক জনপ্রিয় হয়ে উঠেছে অল্প কিছু দিনের মধ্যে। তার ইউটিউব চ্যানেলে প্রায় ৩৪ মিলিয়নের বেশী সাবস্ক্রাইবার আছে।এসআরজে