আন্তর্জাতিক

ব্রিটেন পার্লামেন্টে সাদা মোড়কে সিগারেট বিক্রির বিলের বিরোধীতা

ব্রিটেনে সাদা মোড়কে সিগারেট বিক্রির প্রস্তাবিত আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন পার্লামেন্ট সদস্যদের একটি বড় অংশ। এ সংখ্যা প্রতি ছ’জনে একজনেরও বেশি। বুধবার হাউজ অব কমন্সে এক মুক্তভোটে এই মতামত প্রকাশ হয়। সিগারেট বাহারি মোড়কে বিক্রি করা যাবে না, সাদা মোড়কে প্রয়োজনীয় সতর্কবার্তাসহ একইরকম দেখতে হবে সব সিগারেটের মোড়ক- এই আইনই করার পরিকল্পনা ব্রিটেন সরকারের। কিন্তু হাউজ অব কমন্সের ডেপুটি স্পিকার বিকেলে যখন ঘোষণা করলেন ১১৩ জন এমপি এর বিরুদ্ধে মত দিয়েছেন, কিছুটা থমকালো এই আইন সন্দেহ নেই। এবং এই মতপার্থক্যকে বলা হচ্ছে জোট গঠনের পর অন্যতম বড় মতদ্বৈততা। তবে, বিপরীতে ৩৬৭ জন কমন্স সদস্য এর পক্ষেও রায় দিয়েছেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাদের মধ্যে একজন। বিরোধী ১১৩ জনের মধ্যে আছেন টরি পার্টির ১০৪ জন, সঙ্গে লেবার পার্টি আর লিবারেল ডেমোক্রেটদের কিছু সদস্য যোগ দিয়েছেন। এরপর এই বিলটি যাবে হাউস অব লর্ডসে। সেখানে বিলের পক্ষে বিপক্ষে বিতর্কে অংশ নেবেন সদস্যরা। এই আইনের বিরোধীরা বলছেন, অস্ট্রেলিয়ায় এধরণের আইন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এর আদতে কোনো প্রয়োজন নেই। তামাক প্রস্তুতকারক সমিতির কর্তাব্যক্তিরা গলা মিলিয়ে বলছেন, এতে করে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে। অনেক নিম্নমানের তামাকে বাজার ভরে যাবে, চেনার উপায় থাকবে না। একইসঙ্গে কালোবাজারি যাবে বেড়ে। তবে সাধুবাদ জানিয়েছে ব্রিটিশ লাঙ ফাউন্ডেশন। তারা বলছে, ব্রিটেনের দুই লাখ উঠতি বয়সীদের তামাকের ক্ষতি থেকে রক্ষা করার জন্য এই আইন জরুরী। বিল পাশ হলে আগামী বছরের মে মাস থেকে এই আইন কার্যকর হওয়ার কথা।এসআরজে

Advertisement