ফ্রান্সের দার্শনিক নস্ট্রাদামুসের বেশকয়েকটি ভবিষ্যদ্বাণী এ পর্যন্ত মিলে গেছে। তার মধ্যে ১৬৬৬ সালে লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯/১১ এর সন্ত্রাসী হামলা এবং ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া অন্যতম। এই দার্শনিক ১৫৬৬ সালে মারা গিয়েছেন। তবে এখনও তার দেখানো পথেই ভবিষ্যদ্বাণী করে চলেছেন তার অনুগামীরা। আগামী বছর অর্থাৎ ২০১৭ সাল নিয়েও তেমনই কিছু ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আসুন জেনে নেই সেই ভবিষ্যদ্বাণী- ১. আগামী বছর মানুষের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে সন্ত্রাসবাদীরা।২. তথ্যের আদান-প্রদানের জন্য আর ‘ক্লাউড কম্পিউটিং’র প্রয়োজন হবে না।৩. বিশ্বব্যাপী শক্তির বিকল্প উৎস হিসেবে সোলার টেকনোলজির ব্যবহার বাড়বে।৪. বিশ্ব উষ্ণায়নের জেরে রিসোর্স কমে আসায় সবচেয়ে বড় সমস্যা তৈরি হবে।৫. সারা বিশ্বে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সাহসী পদক্ষেপ নেবে চিন।৬. লাতিন আমেরিকার রাজনৈতিক মনোভাব পরিবর্তন হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।৭. বেকারত্ব এবং ঋণে জর্জরিত হয়ে ইইউ’র সঙ্কটের উপকেন্দ্র হবে ইতালি।৮. চাঁদ, অন্য গ্রহ এবং গ্রহাণুতে খনিজ পদার্থ উত্তোলনের জন্য খনন শুরু করার কথা।৯. রাশিয়া এবং ইউক্রেনের চুক্তিতে বিরোধিতা করবে আমেরিকা, পক্ষে থাকবে ইইউ।এসইউ/আরআইপি
Advertisement