রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ দিন ধার্য করেন।এ দিন একই আদালত আত্মসমর্পণকারী দুই নারী জেবুন্নাহার শীলা ও তৃষা মণির সাতদিনের রিমান্ড প্রদান করেন।এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।মামলার আসামিরা হলেন-জেবুন্নাহাহার শিলা, তৃষা মনি, শাকিরা, সামিনা, আফিফা কাদেরী, মাঈনুল ইসলাম, রাশেদুর রহমান, সেলিম ও ফিরোজ। মামলায় আরো অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামি করা হয়।গত শনিবার ওই এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয়।জেএ/এসএইচএস/আরআইপি
Advertisement