বিনোদন

এবারো বকুলতলায় জয়নুল উৎসব

বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিন। প্রতিবছরের ন্যায় এবছরও কিংবদন্তির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চারুকলা অনুষদ আয়োজিত ‘জয়নুল উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামী ২৯ ডিসেম্বর জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকী। সেদিন সকাল ৯টা ৩০ মিনিটে চারুকলা অনুষদের বকুল তলায় অনুষ্ঠিত হবে ‘জয়নুল উৎসব’। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পাচার্যের সহধর্মিণী মিসেস জাহানারা আবেদিন। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।আজ সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ‘জয়নুল উৎসব’-এ উপস্থিত থেকে ‘জয়নুল সম্মাননা-২০১৬’ গ্রহণ করবেন ভারতের প্রখ্যাত শিল্পী অধ্যাপক যোগেন চৌধুরী এবং বাংলাদেশের প্রখ্যাত শিল্পী অধ্যাপক হাশেম খান।উৎসবের শুরুতেই ২৯ ডিসেম্বর সকাল ৯টায় শিল্পাচার্যের সমাধিতে পুস্পস্তবক অর্পণকরা হবে। সারাদিনের নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর সার্বিক সহযোগিতা ও পরিবেশনায় থাকবে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।এলএ/জেআইএম

Advertisement