বাংলাদেশ বিমান বাহিনীতে নারীদের সুযোগ বাড়ানো হয়েছে। বাহিনীটির কর্মকর্তা পদে ২০ থেকে ২৫ শতাংশ নারী নিয়োগ দেয়া হচ্ছে। এছাড়া প্রথমবারের মতো এ বাহিনীতে নিয়োগ দেয়া হয়েছে নারী বৈমানিক। বুধবার জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ বাহিনী আধুনিকায়নের লক্ষ্যে বিদেশে উচ্চতর শিক্ষা লাভের সুযোগ দেয়ায় ইতিমধ্যে বাহিনীর দুই জন কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং ৪ জন কর্মকর্তা পিএইচডি করছেন।এছাড়াও বাহিনীতে প্রথমবারের মতো নারী বৈমানিক নিয়োগ এবং বাহিনীর বিভিন্ন শাখায় অফিসার পদে ২০ থেকে ২৫ শতাংশ নারী নিয়োগ দেয়া হচ্ছে।বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহবুবুর রহমান, ডা. দীপু মনি, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম অংশ নেন। বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারীসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।সংসদ সচিবালয় জানায়, বৈঠকে ক্যাডেট কলেজ নিয়ে আলোচনা হয়। কমিটি নারী ও পুরুষের সংখ্যানুপাতে দেশে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠায় মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। এছাড়া বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), বাংলাদেশ জরিপ অধিদপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।এএইচ/আরআই
Advertisement