আন্তর্জাতিক

১০টি করে সন্তান নাও, হিন্দুদের সংখ্যা বাড়াও

১০টি করে সন্তান নিয়ে হিন্দুদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের এক শীর্ষ ধর্মীয় নেতা। আরএসএস সমর্থিত হিন্দুদের তিনদিনের ধর্মসভা রোববার শেষ হয়েছে। ওই ধর্ম সভাতেই হিন্দুদের সংখ্যা বাড়াতে দুই সন্তান নীতি বাতিলের আহ্বান জানানো হয়েছে। সভায় হিন্দুদের সংখ্যা বাড়াতে বেশি বেশি সন্তান গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে একটি জনসংখ্যা নীতি উত্থাপনের দাবি জানানো হয়েছে। তবে এ নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। বসুদেবানন্দ সরস্বতী নামের এক হিন্দু নেতা বলেছেন, প্রত্যেক হিন্দু পরিবারের ১০টি করে সন্তান গ্রহণ করা উচিত। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নোট বাতিলের ক্ষেত্রে যেমনটা করা হয়েছে গো-হত্যা বন্ধের জন্য ঠিক তেমনই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বসুদেবানন্দ বলেন, ‘দুই সন্তান নীতি বন্ধ করা উচিত। এর চেয়ে বরং দশটি করে সন্তান নিন। সন্তানদের নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ভগবানই তাদের দেখবেন।’অন্যান্য ধর্মাবলম্বীদের চেয়ে হিন্দুদের সংখ্যা আরো বাড়ানো উচিত। আর এ কারণেই হিন্দুদের বেশি বেশি সন্তান গ্রহণ করা উচিত বলে উল্লেখ করেছেন ওই ধর্মীয় নেতা। টিটিএন/জেআইএম

Advertisement