খেলাধুলা

আমাদের হারের অনেক কারণ আছে : মাশরাফি

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই মাশরাফি জানিয়েছিলেন, এই সফরে টাইগারদের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চ্যালেঞ্জটা আসলে বিদেশের মাটিতে ভালো করার। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানের হারের পর সেই চ্যালেঞ্জটাই বোধ হয় উল্লেখ করতে চেয়েছিলেন মাশরাফি। তবে পুরোপুরি খোলাসা করেননি। জানালেন, প্রথম ওয়ানডেতে হারের অনেক কারণ আছে।কী সেই কারণগুলো? নিউজিল্যান্ডের কন্ডিশন, কিউই পেস বোলিংয়ের সামনে নড়বড়ে অবস্থা, বোলিংয়ে খেই হারিয়ে ফেলা নাকি ফিল্ডিংয়ে দুর্বলতা? অনেক কারণই হয়তো এক হারের জন্য দায়ী হতে পারে। বিশেষ করে বোলিংয়ে নিজেদের সমস্যাটা উল্লেখ করতে ভুল করেননি মাশরাফি। ৩৪২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যার প্রভাব পড়েছে মিডেল-লোয়ার অর্ডারেও! এ ছাড়া মুশফিকুর রহীমের চোটও বাংলাদেশকে ভাবিয়ে তুলছে।৪৪.৫ ওভারে ২৬৪ রানে গুটিয়ের যায় টাইগারদের ইনিংস। ম্যাচ শেষে টাইগার দলপতি মাশরাফি বলেন, ‘আমাদের বেশ কিছু ওভারে শট পিচ বল হয়েছে। তাতে রান বেরিয়ে এসেছে। রান ২৮০-৩০০ হওয়া উচিত ছিল। ৩৪২ রান অনেক বেশি। তাছাড়া আমাদের টপঅর্ডারে ৩ জন রান করতে পারেনি। সব মিলিয়ে আমাদের হারের অনেক কারণও আছে।’এনইউ/পিআর

Advertisement