সরকারি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দফতর ও সংস্থায় মোট দুই লাখ ৭৬ হাজার ৫৮৭টি সরকারি পদ শূন্য রয়েছে। বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মনোয়ারা বেগম ও খন্দকার আজিজুল হক আরজুর পৃথক দুটি প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমত আরা সাদেক এ তথ্য জানিয়েছেন।প্রতিমন্ত্রী বলেন, ২০১৩ সালের পরিসংখ্যান অনুযায়ী সরকারি বিভিন্ন পদে মোট ১১ লাখ ৯৪ হাজার ৪৪৯ জন কর্মরত রয়েছেন। এ ছাড়া সরকারি পদের মধ্যে প্রথম শ্রেণীর ৪৪ হাজার ৫৪২টি, দ্বিতীয় শ্রেণীর ৪১ হাজার ৩২৬টি, তৃতীয় শ্রেণীর এক লাখ ২১ হাজার ৪৩৮টি এবং চতুর্থ শ্রেণীর ৬৯ হাজার ২৮১টি পদ শূন্য ছিল। ২০১৪ সালের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান আছে। হালনাগাদ করা তথ্য সংসদকে পরবর্তী সময়ে জানানো হবে।তিনি আরও বলেন, সরকারি অফিসগুলোতে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর অধীন সংস্থাগুলো শূন্য পদের বিপরীতে স্ব-স্ব সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী প্রতিবছর জনবল নিয়োগ করে থাকে।এএইচ/আরআই
Advertisement