বরিশাল বোর্ডে দু’টি কলেজে কেউ পাস করেনি। কলেজ দু’টো হলো-পটুয়াখালী জেলার গুলি আওলিয়াপুর মডেল সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ ও পিরোজপুরের নেছারাবাদের দাইহারী মহাবিদ্যালয়।বরিশাল বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২২২৫ জন। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৭৭৯ জন। এর মধ্যে ছেলে ছিল ২৮ হাজার ২৯৭ জন ও মেয়ে ২৭ হাজার ৪৮২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫৪ হাজার ৯১৫ জন। এর মধ্যে ছেলে ২৭ হাজার ৮৪১ ও মেয়ে ২৭ হাজার ৭৪ জন।মোট পাস করেছে ৩৯ হাজার ৪০২ জন। এর মধ্যে ছেলে ১৯ হাজার ৬৯৩ জন ও মেয়ে ১৯৭০৯ জন।
Advertisement